করাচীর উদ্দেশ্যে যাত্রা

রব্বানির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম সেই রাতেই করাচী পৌঁছে সেখান থেকেই সুখবরটা খালেদা জিয়াকে জানাবো।হোটেলে ফেরার পর ব্রিগেডিয়ার রফি স্বয়ং ফোন করেডিনারে ডাকতে চাইলেন। বিনয়ের সাথে তাকে জানালাম, সন্ধ্যার ফ্লাইটেই করাচী চলে যেতে হচ্ছে, তাই এবারের মতো ক্ষমা করতে হবে। সব শুনে তিনি বললেন, তাহলে দুপরের লাঞ্চে নিয়ে যেতে আসছেন তিনি স্বয়ং। আর না বলা ঠিক হবে না, পুরনো সম্পর্ক। তাই রাজি হলাম। তিনি আমাকে নিয়ে গেলেন পিণ্ডির ফ্ল্যাশম্যান হোটেলে। আমাদের সময় এটাই ছিল পিণ্ডিতে একমাত্র বিনোদনের জায়গা। পথে যেতে যেতে ব্রিগেডিয়ার রফি পকেট থেকে একটা ফটো বের করে দেখালেন। ফটোটা কোয়েটাতে তার বাসায় ভাবীর সাথে তোলা। ফটোটা দেখিয়ে ব্রিগেডিয়ার রফি পুরনো দিনের স্মৃতিকে তাজা করে তুললেন। খাওয়ার পর ফেরার পথে ব্রিগেডিয়ার রফি রসিকতা করে বললেন এক্সেলেন্সি, তুমি তো আমাদের নাক কেটে দিয়ে গেলে। তবে মন থেকে দোয়া কোরব তোমার প্রচেষ্টার ফলে বেগম খালেদা জিয়া যেন জয়ী হন।হোটেলে পৌঁছে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন ব্রিগেডিয়ার রফি।

সন্ধ্যার ফ্লাইটে করাচী পৌঁছালাম। গোপনীয়তার জন্য ম্যারিয়ট হোটেলে রব্বানির নামে একটা রুম বুক করা হল। রাত্রিতে শুধু ঘুমাব এখানে। বাকি সময় কাটবে বন্ধু-বান্ধবদের সাথে দেখা সাক্ষাত এবং রব্বানির বাসায় তার পরিবারের সাথে। ঠিক করা হল, বিশ্বস্ত বন্ধু শেখ ওবায়েদ-এর অফিস থেকে সকালে স্পর্শকাতর খবরটা খালেদা জিয়াকে জানান হবে।রব্বানি শেখ ওবায়েদের সাথে যোগাযোগ করে সব ব্যবস্থা করে নিলো। সকালে গিয়ে উপস্থিত হলাম শেখ ওবায়েদের অফিসে নির্ধারিত সময়ে।করাচীতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং শিল্পপতি ধনকুবের শেখ ওবায়েদ। অভিজাত অফিস পাড়ায় বিশাল অফিস। রুচিশীল ভাবে সাজানো। আমরা পৌঁছাতেই সাদর সম্ভাষণ জানালেন শেখ ওবায়েদ।এভাবে কোনও খবর না দিয়ে হঠাৎকরাচীতে কি ব্যাপার? এক্সেলেন্সি একটা অতি গুরুত্বপূর্ণ গোপন মিশনে আমাকে সঙ্গে করে নিয়ে এলো।গতরাতেই ফিরেছি ইসলামাবাদ থেকে। জবাব দিলো রব্বানি। দুই এক দিন থাকবো করাচীতে, তারপর ফিরে যাব নাইরোবিতে। কিন্তু তোমার সাথে শুধু দেখা করতে আসিনি, বিশ্বস্ত বন্ধু হিসাবে একটা বিশেষ প্রয়োজনও রয়েছে। তোমার অফিস থেকে দেশে-বিদেশে তোমার সিকিওরড লাইনে কয়েকটা ফোন করবেন বন্ধুবর এক্সেলেন্সি, যদি তোমার কোনও অসুবিধা না হয়। করাচীতে অনেক পরিচিত বন্ধু-বান্ধব থাকা সত্ত্বেও তোমার অফিসটাই সবচেয়ে নিরাপদ মনে করে এক্সেলেন্সিকে নিয়ে এলাম।

রব্বানির কথা শুনে হাস্যে ওবায়েদ বললেন Excellency, you are most welcome. পাশের ঘরেই রয়েছে আমার পার্সোনাল সিকিওরড লাইন, যখনই প্রয়োজন হবে আপনি এই লাইনটা ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন। আমি অফিসে থাকি আর না থাকি তেমন ব্যবস্থাই করে দেয়া হবে।

সব শুনে আমি বললাম অপূর্ব! আমিতাহলেএখনইআপনার পাশের ঘরে যেতে ইচ্ছুক।

নিশ্চয়ই,আসুন।
তিনজনই গিয়ে ঢুকলাম পাশের ঘরে। ছিমছাম একটা প্রাইভেট চেম্বার। টেবিলে সাজানো রয়েছে ৪/৫ টা বিভিন্ন রঙের টেলিফোন সেট। একটা লাল সেটের দিকে ইঙ্গিত করে ওবায়েদ বললেন, এটাই ব্যবহার করবেন আপনি। ঘরটি সাউন্ডপ্রুফ। আমি আর রব্বানি দুটো চেয়ারে বসে পড়লাম। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শেখ ওবায়েদ বুঝতে পারলেন আমরা কাজ শুরু করতে চাচ্ছি, তাই তিনি বললেন আমি পাশের ঘরেই থাকছি। প্রয়োজনে ডেকে পাঠাবেন। চলে গেলেন শেখ ওবায়েদ। লালফোনটার রিসিভার হাতে উঠিয়ে নিয়ে ডায়াল করলাম। প্রথম চেষ্টাতেই লাইন কানেক্ট হয়ে গেলো। অন্যপ্রান্তে কেউ একজন ফোন রিসিভ করে বললেন হ্যালো। গলার স্বর শুনে মনে হল কর্নেল মুস্তাফিজুর রাহমান।

আসসালাম, আমি মোহাম্মদ বলছি। ম্যাডামের সাথে কথা বলতে চাই।

ওয়ালাইকুম আসসালাম, প্লিজ ধরুন তাকে দিচ্ছি।

কয়েক মুহূর্তের মধ্যে অপর প্রান্ত থেকে খালেদা জিয়া সালাম জানালেন। কুশলাদি বিনিময়ের পর তাকে জানালাম নির্বাচনের জন্য যত টাকা এবং অন্যান্য যেকোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন হবে সেটা আপনি পাবেন। তার ব্যবস্থা হয়ে গেছে। দু’এক দিনের মধ্যেই লোকজন সার্বিক বিষয়ে আলোচনার জন্য আপনার সাথে মোহাম্মদের রেফারেন্স দিয়ে দেখা কোরবে। আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা আমি কোরলাম। আশা করছি জামায়াতসহ ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদে বিশ্বাসী অন্যান্য ছোট ছোট দলগুলোও আপনার সাথে নির্বাচনী জোট বাধবে। তাদের জন্যও আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। ইন শা আল্লাহ্‌ বিজয় আপনার হবেই। বিজয়ের পর ইচ্ছে হলে যোগাযোগ কোরবেন। নির্বাচনের আগে বিশেষ প্রয়োজন না হলে আমি আর যোগাযোগ কোরব না। আল্লাহ্‌র রহমতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে না। কারণ, এই নির্বাচনের ফলাফলের সাথে জড়িত রয়েছে ১৪ কোটি ধর্মপ্রাণ বাংলাদেশীর ভাগ্য। শেষ করার আগে একটি কথা,

জেনারেল এরশাদকে কোনোও বিষয়েই আপনার বিশ্বাস করা ঠিক হবে না। কারণ, তিনি আওয়ামীলীগ এবং ভারতীয় বলয়ে বাঁধা। রাব্বুল আলামীন আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন আর বিজয় প্রদান করুন সেই দোয়া করছি।

ভাই, আপনার নিঃস্বার্থ এই অবদান আমার চিরকাল মনে থাকবে। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তাকে কথা বাড়াতে না দিয়ে বললাম

ভাবী,আমি আমাদের সবার তরফ থেকে যাই কোরেছি সেটা আপনার ব্যক্তিগত স্বার্থে নয়, সেটা আমরা করেছি দেশ ও জাতীয় স্বার্থে। আল্লাহ্‌ হাফেজ।বলে লাইন কেটে দিলাম। এরপর ইসলামাবাদে জানিয়ে দিলাম বেগম খালেদাকে সুখবরটা জানিয়ে দেয়া হয়েছে। পাশের ঘরে ফিরে দেখি বন্ধু শেখ ওবায়েদ চা-নাস্তার আয়োজন করে অপেক্ষা করছেন। চা-নাস্তা খেতে খেতে গল্প গুজব করে নিজেদের হাল্কা করে নিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বললাম ওবায়েদ ভাই! আপনি আজ একটি ঐতিহাসিক ঘটনার একজন সাক্ষী হয়ে গেলেন। বিশ্বস্ত বন্ধু শেখ ওবায়েদ জানতে চাইলেন

কিভাবে?
যদি কোনোদিন আমার বই ছাপা হয়, সেখানে আপনার আজকের অবদানের কথাও লেখা থাকবে। শেখ ওবায়েদকে কিছুটা বিস্মিত দেখে রব্বানি বললো

ধীরেবন্ধু ধীরে, সময়মতো সবই বুঝতে পারবে। আমরা এবার বিদায় নেবো। বিদায় নিয়ে বেরিয়ে এলাম ওবায়েদের অফিস থেকে।
আমাদের মিশন এতো সহজেই ফলপ্রসূ হবে সেটা অবিশ্বাস্য মনে হচ্ছিলো। বৃহত্তর স্বার্থে, ন্যায়-এর জন্য এক পা এগুলে আল্লাহ্‌ পাক সহযোগিতার জন্য দশ পা এগিয়ে আসেন। এ যেন পবিত্র কোরআনের সেই উক্তিরই বাস্তব প্রতিফলন! পরদিন ইসলামাবাদ থেকে জানানো হল, ইতিমধ্যেই সংশ্লিষ্ট লোক ঢাকায় বেগম খালেদা জিয়ার সাথে একান্তে সাক্ষাত করে টাকার যোগানসহ কি করে পরিকল্পনার সব কিছু বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে সব ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছেন। পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। আর্থিক এবং অন্যান্য সাহায্য-সহযোগিতার ব্যবস্থা হওয়ায় খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় নতুন জোয়ার সৃষ্টি হল দেশজুড়ে। সৃষ্টি হল নির্বাচনী জোট। নির্বাচনী বাতাস বুঝে জেনারেল এরশাদ যাতে খালেদা জিয়ার জোটের প্রতি ঝুঁকে না পড়েন তার একটা পাকা ব্যবস্থা করার জন্য হাসিনা জোর দাবি তোলে, স্বৈরাচারী এরশাদকে সাব জেল এ রাখা চলবে না, তাকে অবিলম্বে নাজিমুদ্দিন রোডের লাল ঘরে পাঠিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ফলে বিচারপতি সাহাবুদ্দীনের অন্তর্বর্তীকালীন সরকার এরশাদকে সাব জেল থেকে শ্রীঘরে পাঠাতে বাধ্য হন। চরম এরশাদ বিরোধী জনমতের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া নির্দলীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করা থেকে স্বাভাবিক কারণেই বিরত থাকেন।
জেলবন্দী অবস্থাতেই জেনারেল এরশাদ নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এ ছাড়া নিজেকে বাঁচানো এবং রাজনৈতিক ভাবে জীবিত থাকার অন্য কোনও উপায় ছিলনা তার।

আমাদের বন্ধুদের হেদায়েত মতো জামায়াত এবং অন্যান্য ইসলাম পছন্দ ও জাতীয়তাবাদী ছোট ছোট দলগুলো বিএনপির সাথে নির্বাচনী জোট বাঁধে।ফলে বিএনপির সাংগঠনিক দুর্বলতার ঘাটতিও বেশ কিছুটা দূর হয়।এই সমস্ত যোগ-বিয়োগ ছাড়াও আপোষহীন নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি সৃষ্টি হয়েছে তার ফলে জনজোয়ার যে খালেদা জিয়ার পক্ষেই যাবে সে সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম। সেই জোয়ারেই খালেদা জিয়ার জোটের বিজয় হবে।